How to Double Your Sales Using Facebook Without Spending A Single Dollar
বর্তমানে মার্কেটিং টুলসের মধ্যে অন্যতম হলো সোশ্যাল মিডিয়া। এমনকি অনেকে শুধু সোশ্যাল মিডিয়ার উপরে ডিপেন্ড করেই ব্যবসা রান করে থাকেন। অবশ্যই, ফেসবুক সামাজিক নেটওয়ার্কিং একটি উল্লেখযোগ্য অংশ দখল করে রেখেছে। আর এই ফেইজবুক ব্যবহার করে অনেক ছোট ছোট মার্কেটাররাও ভাল ফায়দা নিচ্ছে। তবে বিক্রি বাড়ানো বরাবরের মতোই অনেক কঠিন কাজ এটা ভুলে গেলে চলবে না। এবং এর সাথে ব্যবয়বহুল ও বটে।
১. ক্রেতাদের জন্য ক্রেতামনোভাব নিয়ে কন্টেন্ট তৈরি করেন।
ভাবে দেখুন আপনি কোন পণ্য কেনার আগে বর্তমান সময়ে কি করেন ?অবশ্যই গবেষণা করেন। শুধু আপনি না এরকম অনেকেই করে। ইন্টারনেটের জুগে একটা পণ্য কিনতে গেলে অনেক অনেক কন্টেন্ট পরে থাকে মানুষ। কারণ সব কিছুই এখন তার হাতের কাছে।
একজন ক্রেতা একটি পণ্য কিনতে গেলে তিনটি পর্যায় বিবেচনা করে থাকে।
১.সচেতনতা
২.বিবেচনা
৩.পরিবর্তন